যশোরে জেলা প্রশাসকের কাছে ৮ দফা দাবি পেশ করলো আপ বাংলাদেশ..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
ইউনাইটেড পিপলস (আপ) যশোর জেলা কমিউনিকেশন টিম বৃহস্পতিবার জেলা প্রশাসকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন..

আপ (ইউনাইটেড পিপলস) বাংলাদেশ-এর যশোর জেলা কমিউনিকেশন টিম বৃহস্পতিবার জেলা প্রশাসকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় যশোরের সাধারণ জনগণের পক্ষ থেকে ৮ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।


উল্লেখযোগ্য দাবিসমূহের মধ্যে রয়েছে- ২০২৪ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে “যশোর গণঅভ্যুত্থান দিবস” হিসেবে সরকারি স্বীকৃতি প্রদান এবং বার্ষিক কর্মসূচি অন্তর্ভুক্ত করা, রাজনৈতিক সহিংসতা ও মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ পুনঃচালুর উদ্যোগ গ্রহণ, স্থানীয় দুর্নীতির বিরুদ্ধে জনঅভিযোগ কেন্দ্র স্থাপন, যশোরের ইতিহাসকে তুলে ধরতে একটি স্মারক জাদুঘর নির্মাণ, যশোর সদর হাসপাতালকে আধুনিকায়ন ও সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

 

জেলা প্রশাসক স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলোর গুরুত্ব অনুধাবন করে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও অগ্রগতি নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি জনগণের স্বার্থে এই ধরনের গঠনমূলক পদক্ষেপকে স্বাগত জানান।
এই সাক্ষাতে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হাসান শিশির এবং যশোর জেলা কমিউনিকেশন টিমের সদস্য হাবিবুর রহমান নাসির, শামীম হোসেন, আরিফ ফয়সাল, ইয়াসির আরাফাত ও জেলা সংগঠক খালেদ বিন সাইফুদ্দীন প্রমুখ।


এই সৌজন্য সাক্ষাৎ ও দাবিপত্র প্রদানের মাধ্যমে আপ বাংলাদেশ, যশোর—একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গঠনে নিজেদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Geen reacties gevonden