close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যশোরে ইউনিয়ন যুবদল নেতার উপর দু'দফা হামলা; আহত-০৫!

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
রাসেল মাহমুদ।। যশোরের শার্শায় ইউনিয়ন যুবদল নেতা লাল্টু'কে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষ। এঘটনায় মামলা করতে যাওয়ার পথে ফের হামলা করে পাঁচজনকে আহত করেছে আশানুর বাহিনী..

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন যুবদল নেতা লাল্টুকে কুপিয়ে যখমের ঘটনায় থানায় মামলা করতে যাওয়ার পথে ফের হামলার স্বীকার হয়েছে তার ভাইসহ পরিবারের পাঁচ সদস্য। শনিবার রাতে বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়ার মোড়ে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন,শার্শা উপজেলার রামপুর গ্রামের জহর আলী বিশ্বাসের ছেলে যুবদল নেতা লাল্টুর ভাই মিন্টু বিশ্বাস (৩৫), মিজানুর রহমানের ছেলে ইসরাফিল(৩৫), ইব্রাহিম বিশ্বাসের ছেলে রফিক বিশ্বাস (৩০), আকবার আলীর ছেলে খাদেম আলী ও ছোটআঁচড়া গ্রামের আব্দুল মোড়ল এর ছেলে আমির হামজা (৫৫)।
আহত মিন্টু জানান, গত শুক্রবার রাতে তার ভাই রাজাপুরে ওয়াজ মাহফিল শুনতে যাচ্ছিলেন।পথিমধ্যে গয়ড়া ব্রিজের কাছে পৌঁচ্ছালে কন্যাদহ গ্রামের রেজাউল মেম্বর, আশানুর ও জনি বাহিনী সদস্যরা তার ভাইকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানায় মামলা করতে গেলে পথিমধ্যে আবার ও একাধিক মামলার আসামী সন্ত্রাসী আশানুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদেরকে মামলা করতে যেতে বাঁধা দেয়। পরে তারা তাদের কথা না শুনে থানায় যেতে চাই তাদের উপর হামলা চালিয়ে ৫ জনকে আহত করে। পরে স্থানীরা এগিয়ে আসলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় সন্ত্রাসী আশানুর ও আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Ingen kommentarer fundet


News Card Generator