মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি ) : ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে বিরোধের জেরে যশোরে জাহিদ হোসেন (৩৫) নামে এক ইজিবাইক চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই অহিদ শেখ শনিবার রাতে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় শহরের ফুডগোডাউন এলাকার রেজাউল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম আশা (৩০)কে একমাত্র আসামি করা হয়েছে। তবে পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত জাহিদ ও আসামি আশরাফুল দুজনেই ইজিবাইক চালক এবং একে অপরের পরিচিত ছিলেন। ইজিবাইক চালানো নিয়ে তাদের মধ্যে আগে থেকেই প্রতিযোগিতা ও মনোমালিন্য ছিল।
গত ১৮ অক্টোবর সকালে শহরের আশ্রম রোড এলাকায় নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন আশরাফুল। সে সময় জাহিদ সেখানে গিয়ে বলেন, “আর কত সময় লাগবে?” — এই বিষয় নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে আশরাফুল পাশের একটি কাঠের বাটাম দিয়ে জাহিদের মাথায় আঘাত করেন। এতে জাহিদ মাটিতে লুটিয়ে পড়েন।
এরপর আশরাফুল নিজেই আহত জাহিদকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু কিছুক্ষণ পর সেখান থেকে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে জাহিদকে মৃত অবস্থায় পান।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা অনুপ কুমার মণ্ডল বলেন, “ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারের জন্য একাধিক স্থানে অভিযান চলছে। তাকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।