যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামে এক গৃহবধূর ওপর ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগে প্রতিবেশী মো. মুবায়দুল রহমান (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঘটনাটি ঘটে গত ৯ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন মুবায়দুল। সেদিন গভীর রাতে বাড়ির উঠানে গিয়ে ঘরের চালে ঢিল ছোড়ে তিনি। শব্দে গৃহবধূ বাইরে বের হলে আসামি ওৎ পেতে থেকে তাকে জাপটে ধরে, শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে এবং মুখ চেপে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
জীবন বাঁচাতে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে গৃহবধূ ব্লেড দিয়ে আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। তার চিৎকার শুনে স্বামী, দুই সন্তান ও স্থানীয়রা এগিয়ে এলে মুবায়দুল পালিয়ে যায়।
পরে গৃহবধূ থানায় মামলা দায়ের করলে আসামি পলাতক হয়ে যায়। অবশেষে সোমবার তাকে আটক করে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হবে। তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতার ঘটনা আমরা গুরুত্ব সহকারে দেখি। এই আসামিকে গ্রেপ্তার আমাদের অঙ্গীকারেরই অংশ।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ভুক্তভোগীর সাহসিকতা ও পুলিশি তৎপরতার প্রশংসা করেছেন।