close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

যশোরে দিনেদুপুরে দোকানের ক্যাশবাক্স ভেঙে দেড় লাখ টাকা লুটপাট..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
ব্যস্ততম দড়াটানা সংলগ্ন যশোর বুক ডিপোতে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে চুরির ঘটনা ঘটেছে..

যশোর শহরের ব্যস্ততম মুজিব সড়কে দড়াটানা সংলগ্ন যশোর বুক ডিপোতে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের ক্যাশবাক্সের তালা ভেঙে চোরেরা এক লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


যশোর বুক ডিপোর পরিচালক পারভেজ হোসেন জানান, তার প্রতিষ্ঠানটি মুজিব সড়কের আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের নিচে অবস্থিত। তিনি সেখানে বই বিক্রির পাশাপাশি বিকাশ লেনদেনের কাজ করেন। দুপুরে জোহরের নামাজের সময় ক্যাশবাক্স তালা লাগিয়ে পাশের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী জুম্মানকে দোকান দেখতে বলে তিনি মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান, ক্যাশবাক্সের তালা ভাঙা এবং টাকা উধাও। সেই সঙ্গে ওই ক্ষুদ্র ব্যবসায়ীকেও আর খুঁজে পাওয়া যায়নি।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, চোরেরা কৌশলে দোকানে ঢোকার আগে ক্যামেরার মেইন সুইচ হাত দিয়ে বন্ধ করে দেয়। ফলে পুরো ঘটনার ভিডিও ধারণ হয়নি। কেবলমাত্র চোরের পায়ের অংশ ফুটেজে দেখা গেছে। পরে পুলিশ জুম্মানকে ডেকে জিজ্ঞাসাবাদ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, ঘটনার সঙ্গে জড়িতরা ওই দোকানের নিয়মিত আসা-যাওয়া করতেন এবং ভেতরের অবস্থা সম্পর্কে জানতেন। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং আশপাশের অন্যান্য সিসি ফুটেজ সংগ্রহ করে বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

Keine Kommentare gefunden