close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যশোরে চড়ক পূজায় খেজুর ভাঙতে যেয়ে গাছ থেকে পড়ে সন্ন্যসীর মৃত্যু!..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরের মণিরামপুরে চড়ক পূজা উৎসবে খেজুর ভাঙতে গিয়ে খেজুর গাছ থেকে পড়ে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে।..

যশোরের মণিরামপুরে চড়ক পূজায় উৎসবে খেজুর ভাঙতে গিয়ে খেজুর গাছ থেকে পড়ে দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট (৩৭) নামে এক সন্ন্যাসীর মৃত্যু ঘটনা ঘটেছে। ১৪ এপ্রিল সোমবার বিকাল ৫ টার দিকে মণিরামপুর পৌরসভাধীন তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট একই গ্রামের অজিত দাসের ছেলে। পারিবারিক সূত্রে জানাযায়, পহেলা বৈশাখের দিন চড়ক পূর্জা অর্চনা করতে খেজুর ভাঙা উৎসব একত্রিত হন সন্নাসীরা। এদিন বিকালের দিকে মণিরামপুর আর্দশ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি খেজুর গাছে ওঠেন সন্নাসী দেবু। এক পর্যায়ে প্রায় ৪০ ফুট উচু গাছের মাথা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

Không có bình luận nào được tìm thấy