বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির আহবায়ক হয়েছেন সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস ও সদস্য সচিব করা হয়েছে এম.এ গফুরকে। রোববার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে । নতুন গঠিত এ আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়করা হলেন, আর.এম. মঈনুল হক খান (ময়না), আমিনুর রহমান এবং সৈয়দ রুহুল কুদ্দুস কচি। অন্যান্য সদস্যরা হলেন, এম. নুরুজ্জামান খান, মোঃ নূর আলম পানু, মোঃ ইলিয়াস (তোতা), মোঃ জুলফিকার আলী জুলু , মোস্তফা কামাল (মিন্টু) এবং মোঃ মুক্তাদিরুল ইসলাম (মুক্তা)। আহ্ববায়ক এ কমিটির নেতৃবৃন্দকে তিনমাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Комментариев нет



















