close

লাইক দিন পয়েন্ট জিতুন!

যশোরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা..

যশোরে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মধ্যরাতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর যশোর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।সমাবেশে বক্তারা জানান, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে ঘোষিত ‘যমুনা ঘেরাও’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে যশোরে এই কর্মসূচির আয়োজন করা হয়।বক্তারা বলেন, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেখানে দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক শাসন থাকবে। আওয়ামী লীগকে হটিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগোচ্ছিলাম। কিন্তু আজ আবারও বিভিন্ন মহল আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চালাচ্ছে।

 

এমনকি সরকারের উপদেষ্টামণ্ডলীর মধ্যেও এই ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।তারা আরও বলেন, এই বাংলার মাটিতে ছাত্রজনতা কখনোই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না। আগে ছাত্রদের হত্যার বিচার এবং আওয়ামী লীগের যাবতীয় পাপের বিচার হতে হবে। এর আগে এ দেশে আওয়ামী লীগের রাজনীতির কোনো স্থান হবে না।

 

গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই দলটির রাজনীতির অধিকার হারিয়েছে। আন্দোলন চলবে, রাজপথেই চলবে।সমাবেশে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান, এসসিপির জেলা সংগঠক নুরুজ্জামান, ছাত্রনেতা শোয়েব হুসাইন, সাজিদ সারোয়ার, রিজভী, বিএম আকাশ, মারুফ সুকর্ন, ইউনুস আলী, এসকে আসিফ সোহান, রিফাত, সাকিব, সোহেল, সাদমান বিন কবির প্রমুখ।

কোন মন্তব্য পাওয়া যায়নি