যশোর শহরের শহীদ সড়কের মাইকপট্টি এলাকার সিকদার টাওয়ারের ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে দোলা মণ্ডল (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) রাত ১০টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ভেতর থেকে বন্ধ দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।
দোলা যশোর সরকারি মহিলা কলেজের এইচএসসি মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি বাঘারপাড়া উপজেলার দেবখালি গ্রামে।
পুলিশ জানায়, বৈদ্যুতিক পাখায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
نظری یافت نشد



















