যশোরে দুই ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্বশীল ভূমিকা না রাখলে হয়তো বড় ধরনের ট্রেন দুর্ঘটনার আশংকা ছিল। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তারা হাতে নিলেন রেলের লাইনম্যানের কাজ। তাদের এ মানবিক কাজের ছবি হয়ে যায় ফেসবুকে ভাইরাল। যা চোখে পড়ে যশোরের পুলিশ সুপারের। তিনি ওই দুই ট্রাফিক পুলিশকে সোমবার অফিসে ডেকে পুরস্কৃত করেন।পুলিশ সূত্র জানায়, গত ৩০ এপ্রিল ধর্মতলা রেলক্রসিং এলাকায় সকাল থেকে দায়িত্ব পালন করছিলেন জেলা পুলিশের ট্রাফিক বিভাগের দুই সদস্য টিএসআই কবিরুল ইসলাম ও কনস্টেবল শরিফুল ইসলাম। ডিউটির এক পর্যায়ে স্থানীয় কয়েকজন এসে তাদেরকে জানান, রেলক্রসিংয়ে দায়িত্বরত লাইনম্যান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দুই পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান অসুস্থ লাইনম্যান প্রচণ্ড জ্বরে কাঁপছেন এবং একেবারে অচল অবস্থায় শুয়ে আছেন। তারা দেরি না করে একটি রিকশায় লাইনম্যানকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন।ঠিক তখনই জানতে পারেন যাত্রীবাহী একটি ট্রেন ওই পথেই আসতে চলেছে। দায়িত্বশীলতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কনস্টেবল শরিফুল নিজ হাতে গেটের বাঁশ ফেলে দেন, ফলে রেলক্রসিং সুরক্ষিত হয় এবং ট্রেনটি নিরাপদে অতিক্রম করে। ঘটনাটি এক প্রত্যক্ষদর্শী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ এই মানবিক উদ্যোগের প্রশংসা করতে থাকেন।
ঘটনাটি নজরে আসলে সোমবার বেলা সাড়ে ১১টায় যশোরের পুলিশ সুপার রওনক জাহান নিজ কার্যালয়ে দুই পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন।
  
    close
  
  
         
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
कोई टिप्पणी नहीं मिली
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			