close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

যশোর শার্শার যুবলীগের সাধারণ সম্পাদকসহ আটক ৭

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোরের শার্শায় এক যুবলীগ নেতাসহ মোট সাতজনকে আটক করেছে পুলিশ।

যশোরের শার্শায় এক যুবলীগ নেতাসহ মোট সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাতে শার্শা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটকরা হলেন উপজেলার জিরেনগাছা গ্রামের হাবিবুল্লাহর ছেলে মুরাদ হোসেন (৪৮), রামপুর গ্রামের নওশেদ আলীর ছেলে আমিনুর রহমান (৬৮), বাগআঁচড়া গ্রামের মৃত একাব্বরের ছেলে ও বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হসান তুতুল (৪৫), রামচন্দ্রপুর গ্রামের মৃত ইদ্রীস আলীর ছেলে সাহেব আলী (৬৫), একই গ্রামের মৃত সোবাহান মন্ডলের ছেলে কামাল উদ্দিন (৬২), শিকারপুর গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে হায়দার আলী (৬৫) এবং শুড়ারঘোপ গ্রামের মৃত বাদল বিশ্বাসের ছেলে পরোয়ানাভুক্ত আসামি হাবিল।


শার্শা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। আটকদের শনিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়।

Aucun commentaire trouvé


News Card Generator