close

লাইক দিন পয়েন্ট জিতুন!

যশোর সদর হাসপাতালে চিকিৎসাধী; ছেলেকে দেখতে এসে স্ট্রোক করে বাবার মৃত্যু!..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
****

যশোর সদর হাসপাতালে ছেলেকে দেখতে এসে স্ট্রোকজনিত কারণে মারা গেলেন এক বৃদ্ধ পিতা। মৃত ব্যক্তির নাম আব্দুর রহমান (৬৫), তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আব্দুর রহমানের ছেলে আব্দুস সাত্তার (৩২) গত ১ আগস্ট মুখ দিয়ে রক্ত ওঠার কারণে যশোর সদর হাসপাতালের চতুর্থ তলার মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। ছেলের শারীরিক অবস্থা জানতে তিনি ২ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ২টার দিকে হাসপাতালে আসেন।

হাসপাতালের লেবার ওয়ার্ডের সামনে পৌঁছালে হঠাৎ তার মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে থাকা আত্মীয় নজরুল তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মৃতের আত্মীয় নজরুল জানান, “উনি সকালে বাসা থেকে রওনা দেন ছেলেকে দেখতে। হাসপাতালে এসে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে আমরা দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে যাই। কিন্তু ডাক্তার জানান তিনি আর বেঁচে নেই।”

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রহমান দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন।

মরদেহ বর্তমানে যশোর সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

没有找到评论