পরিবার জানায়, ৪ ভাইয়ের মধ্যে নিহত লিমন শেখ বড়। ৪ থেকে ৫ বছর ধরে জিল্লুর বস্তার দোকানে ভ্যানে বস্তুা বহনের কাজ করতো। মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে জানতে পারি যে আমার ভাইকে কে বা কারা নওয়াপাড়া শংকরপাশা ফারাজিপাড়া বিলে মেরে রেখে গেছে।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন, সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছি। তার নাম লিমন শেখ, পিতা কাসেম শেখ, সে নওয়াপাড়া পৌর সভার ৫ নং ওয়ার্ডের বুইকারা জগবাবুর মোড়ে তেতুল মিলের বাসিন্দা। সে দির্ঘদিন ধরে ইঞ্জিন চালিত ভ্যান চালাতো। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।