close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

যশোর বেনাপোল কাস্টমস হাউসে দীর্ঘ ৫ ঘণ্টার কলম বিরতি

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে ৫ ঘণ্টার কলম বিরতি..

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে ৫ ঘণ্টার কলম বিরতি পালন করছেন বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারা ও স্টাফরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।


এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাদের আহ্বানে একাত্মতা জানিয়ে এই কর্মসূচিতে অংশ নেন কর্মকর্তারা। যদিও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি এবং চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রী চলাচল স্বাভাবিক ছিল, তবে কাস্টমস হাউসে শুল্কায়নের সব কার্যক্রম বন্ধ রাখা হয়।
বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


জানা গেছে, কলম বিরতির সময়কালে কাস্টম হাউসের অনলাইন সার্ভার বন্ধ রাখা হয়, ফলে আমদানি-রপ্তানির কোনো বিল অব এন্ট্রি দাখিল করা যায়নি। প্রধান ফটকে কলম বিরতির ব্যানার ঝুলিয়ে কার্যত সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হয়। দুপুর ২টার পর থেকে পুনরায় কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
এই সময়ের মধ্যে নতুন কোনো আইজিএম (ইজেনারেল ম্যানিফেস্ট) ইস্যু না করা হলেও, পূর্বে ইস্যু করা আইজিএমভুক্ত পণ্যগুলো আমদানি-রপ্তানি হয়েছে। বিকেল থেকে আবার নতুন আইজিএম ইস্যুর প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়।


এক কাস্টমস কর্মকর্তা জানান, “বর্তমান চেয়ারম্যানের অধীনে রাজস্ব খাতে সংস্কার নয়, বরং সময় নষ্ট হচ্ছে। তাই দ্রুত তাকে অপসারণ করতে হবে।


এর আগে গত ১২ মে সরকার এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করলে, কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা এর বিরোধিতা করে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেন। পরে অর্থ মন্ত্রণালয় জানায়, এনবিআর বিলুপ্ত করা হচ্ছে না; বরং স্বাধীন ও বিশেষায়িত বিভাগে উন্নীত করা হবে।


এই ঘোষণার পর ২৬ মে কলম বিরতি কর্মসূচি স্থগিত করা হলেও এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ঐক্য পরিষদ। তারই ধারাবাহিকতায় দেশের অন্যান্য কাস্টমস হাউসের মতো বেনাপোল কাস্টমস হাউসেও আজ এই কর্মসূচি পালিত হলো

Hiçbir yorum bulunamadı