close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জয়পুরহাটে বস্তায় মোরানো পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ

Abu Raihan avatar   
Abu Raihan
****

জয়পুরহাটের আক্কেলপুরে বস্তায় মোরানো পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আক্কেলপুর উপজেলার কাদোয়া বটতলী এলাকায় মঙ্গলবার রাত ৮ট ১৫ মিনিটের দিকে একটি কলাবাগানে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হত্যার পর বস্তাবন্দী করে এনে লাশ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলের কলাবাগান মালিক বিকাশ চন্দ্র দেবনাথ তার কলাবাগানে আগুন দেখতে পেয়ে গ্রামবাসিদের ডেকে নিয়ে আসেন। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান বস্তাবন্দী একটি লাশ আগুনে পুরছিল। এ সময় তারা পুকুর থেকে পানি তুলে আগুন নিভানোর চেষ্টা করলেও লাশের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পুলিশ ধারণা করছে দূরে কোথাও হত্যার পর বস্তাবন্দী করে এনে নিরাপদ স্থান ভেবে দূরবীত্তরা সেখানে লাশটিতে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার হয়। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি এবং তথ্য উদঘাটনে তৎপর রয়েছে পুলিশ।

कोई टिप्पणी नहीं मिली