২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতাসহ ৭ দফা দাবিতে জয়পুরহাট সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষকরা। সোমবার বেলা ১২টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি মাওলানা মাহমুদুল ইসলাম ও সেক্রেটারি তাইফুল ইসলাম ফিতাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।