close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যৌতুক দাবী, না পেয়ে স্ত্রীকে নির্দয়ভাবে নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ।..

মাজহারুল রানা avatar   
মাজহারুল রানা
বন্দর নগরী চট্টগ্রাম বায়েজিদ থানাধীন মাইজপাড়া এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রী কে  দেশীয় ধারালো অস্ত্র বটি দিয়ে কুপিয়ে জখম করেছে পাষাণ্ড স্বামী।..

শনিবার রাতে এমন ঘটনা ঘটে মাইজ পাড়া এলাকায় । আহত মহিলার নাম সুমি আকতার। বর্তমান সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তার স্বজনরা। 

আহত সুমি আকতারের মা জাহানারা বেগম জানান: "বিগত প্রায় ৭ মাস পূর্বে মোবাইলে তার মেয়ে মোছাম্মৎ সুমি আকতারের সাথে পরিচয় হয় সন্দীপ সন্তোষ পুর ডিগ্গার পাড় এলাকার বাসিন্দা ইলিয়াসের পুত্র ফরহাদের। তারা একে অপরকে ভালোবেসে ১০ লক্ষ টাকা কাবিননামা মুলে বিবাহ করে নগরীর বায়েজিদ থানাধীন মাইজ পাড়া এলাকায় বসবাস করে আসছিল। বেশ কিছু দিন ধরে যৌতুকের দাবিতে স্বামী ফরহাদ ও তার মা শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করে আসছিল সুমি আকতারের উপর ।  ঘটনার দিন শনিবার আবারো স্বামী ফরহাদ যৌতুকের দাবিতে সুমি আকতারের সাথে  বাক-বিতণ্ডার এক পর্যায়ে ফরহাদ ধারালো বটি দিয়ে সুমির উপরে হামলা চালিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় সুমি আকতার চিৎকার দিলে ফরহাদ দৌড়ে পালিয়ে যায়।  পরে আশপাশের লোকজন এসে সুমিকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।"
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সুত্রে জানা যায়: শনিবার মধ্যরাত অনুমান সাড়ে বারোটার  দিকে বায়েজিদ থানাধীন মাইজ পাড়া এলাকা হতে কয়েকজন ভিকটিম সুমি কে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এসময় সুমি আকতারের মাথা গলা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখে সাথে সাথে ভর্তি নিয়ে চিকিৎসা সেবা প্রদান করি।   নগরীর মাইজ পাড়া সর্দার বাড়ির একাধিক ভাড়াটিয়া জানায়  প্রায় সময় সুমি ও ফরহাদের মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকতো। ঘটনার দিন আমরা অফিস থেকে ফিরে ঘরের কাজকর্ম সেরে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক  ১১.৩০ দিকে হঠাৎ চিৎকারের শব্দে ঘুম ভেঙ্গে গেলে সুমি আকতার কে রক্তাক্ত অবস্থায় দরজাার সামনে পরে থাকতে দেখি। 
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান : "যৌতুকের দাবিতে স্ত্রী কে  দেশীয় ধারালো  বটি দিয়ে কুপিয়ে জখম করেছে বলে একটি অভিযোগ করেছেন আহত সুমি আকতারের মা।বিষয়টি  তদন্ত সাপেক্ষে মামলা প্রক্রিয়াধীন এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।

Walang nakitang komento


News Card Generator