স্টাফ রিপোর্টার: বোরহান কবির.. মহেশপুর, ঝিনাইদহ।
বাংলাদেশের টেলিভিশনের জনপ্রিয় মেগাজিন অনুষ্ঠান ইত্যাদি, বিখ্যাত উপস্হাপক হানিফ সংকেত দ্রারা পরিচালিত ইত্যাদি (১৭ মে) শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এশিয়ার বৃহত্তম কৃষি ফার্ম দত্তনগর কুশাডাঙ্গায় বটতলায়।
আজ সন্ধা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ধারাবাহিক অনুষ্ঠিত হবে, গ্রাম বাংলা শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, জন-সচেতনা ও বিনোদন নিয়ে তৈরী করা আজকের ইত্যাদি দেখার জন্য কুশাডাঙ্গা ঐতিহ্যবাহি বট তলায় সমবেত হয়েছে হাজারো দর্শনার্থি। বাংলাদেশে প্রথম ইত্যাদি কার্যক্রম শুরু হয় ১৯৮৯ সালে। যা আজো কেয়া কসমেটিকস এর পক্ষথেকে পরিচালিত হয়ে আসছে।