জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান..

Abdus Sattar avatar   
Abdus Sattar
জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।..

 

 

দিনাজপুর প্রতিনিধি 
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনী হাওয়া কখনো উজ্জ্বল আকাশের মতো প্রখরভাবে প্রবাহিত হয়, আবার কখনো মেঘাচ্ছন্ন আকাশের মতো স্থবির হয়ে যায়। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। 

রবিবার (৩০ জুন) দিনাজপুরের হাকিমপুর হিলিতে সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের হল রুমে পৌর বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ জাহিদ হোসেন  বলেন, "জনগণের অধিকার প্রয়োগের সুযোগ দিন, দেখবেন জনগণ কখনো সিদ্ধান্ত নিতে ভুল করে না। জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব তারা কাকে দেবে।" তিনি আরও বলেন, "আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" অনুষ্ঠানে দলীয় সদস্য নেওয়ার বিষয়ে তিনি বলেন, "দলে নতুন সদস্য নেওয়ার সময় মনে রাখতে হবে বিগত দিনে যারা অত্যাচার বা অন্যায় করেছে, দলীয় কর্মসূচি পালনে বাধা দিয়েছে এবং সুবিধা নিয়েছে, তাদের দলে নেওয়া যাবে না। ভালো মানুষকেই সদস্য হিসেবে নিতে হবে।" ডাঃ জাহিদ হোসেন আরও উল্লেখ করেন যে, "প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ২৫ শতাংশ নারী সদস্য থাকতে হবে। নতুন সকল সদস্যদের ডাটাবেজ তৈরি করে প্রত্যেকে আলাদা আলাদা কার্ড সরবরাহ করা হবে। আগামী ১৫ জুলাই পর্যন্ত এই সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রম চলবে।" তিনি বলেন, "কারও যেন অভিযোগের সুযোগ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের মা-বোনদের বেশি বেশি করে সম্পৃক্ত করতে হবে। কারণ তাদেরও ভোট আছে। প্রাথমিকভাবে ২৫ শতাংশ নারীকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী বছর এই সংখ্যা ৩০ শতাংশে উন্নীত করা হবে।" অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাষ্টার, উপদেষ্টা সদস্য আকরাম হোসেন মন্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

 

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator