close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানীর বিজয়নগরে সংঘর্ষে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ধীরে ধীরে সেরে উঠছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয় যে, নুরে..

স্ট্যাটাসে বলা হয়— “নুরুল হক নুর ভাইয়ের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। কিছুটা হুঁশ ফিরেছে। সবাই দোয়া করবেন।”

ফেসবুক পোস্টের সঙ্গে প্রকাশিত দুটি ছবিতে দেখা গেছে, নুর হাসপাতালের বেডে শুয়ে আছেন। নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে  ছড়িয়ে পড়ার পর উদ্বেগ ও সমবেদনার ঢল নেমেছে।

এর আগে শুক্রবার রাতেই গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, সংঘর্ষে নুরের মাথায় গুরুতর আঘাত লাগে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা  তাঁকে আইসিইউতে স্থানান্তর করেন। চিকিৎসকরা জানিয়েছেন, নুরের অবস্থা এখন ঝুঁকিপূর্ণ হলেও তিনি ধীরে ধীরে সাড়া দিচ্ছেন।

শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়।

এ সময় নুর গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে দলীয় নেতাকর্মীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভিডিওচিত্রে দেখা গেছে, সংঘর্ষের পর নুরের মুখ ও বুক রক্তে ভেসে গেছে, নাক ফেটে গেছে, আর তাঁকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সংঘর্ষ কেবল রাজনৈতিক অঙ্গনেই নয়, জনমনে অস্থিরতা ও উদ্বেগ বাড়িয়ে তুলছে।

No comments found