close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জলেয়ারমার ঘাট উচ্চ বিদ্যালয়ের বিস্ময়কর সাফল্য, উপজেলায় দ্বিতীয় স্থান! ..

Tariqul Taj avatar   
Tariqul Taj
সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

সমালোচনার সব দ্বার বন্ধ করে চমক দেখাল কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার জলেয়ারমার ঘাট উচ্চ বিদ্যালয় (জেএম ঘাট স্কুল)। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলে প্রতিষ্ঠানটি উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকা হিসেবে পরিচিত একটি প্রতিষ্ঠান থেকে এমন সাফল্য সত্যিই বিস্ময়কর—আর তাই পুরো এলাকায় বইছে আনন্দের বন্যা।

বিদ্যালয়টির প্রতি দীর্ঘদিন ধরে চলে আসা নানা নেতিবাচক মন্তব্য ও অবজ্ঞার জবাব এবার এসেছে কর্ম ও ফলাফলের মাধ্যমে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ কাইচার লিটন বলেন, ‘সমালোচনার জবাব আমরা দিয়েছি কাজের মাধ্যমে। আমি কৃতজ্ঞ আমাদের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি। এই সাফল্য পুরো মহেশখালীর গর্ব।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ‘পরিচালনা কমিটির সুপরিকল্পিত দিকনির্দেশনা, নিবেদিতপ্রাণ শিক্ষকগণের প্রচেষ্টা ও ছাত্রছাত্রীদের একনিষ্ঠ শ্রমের সম্মিলিত ফল এ অর্জন।’

এ উপলক্ষে স্থানীয় অভিভাবক গোলাম কাদের মেম্বার বলেন,‘এই ফলাফল প্রমাণ করে দিয়েছে—অভিযোগ নয়, কাজই প্রকৃত জবাব। শিক্ষক-শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমরা গর্বিত।’

এলাকার সাধারণ মানুষও স্কুলের এই অগ্রগতিতে উচ্ছ্বসিত। এক অভিভাবক বলেন, ‘এখন আর কারো বলার কিছু নেই। জেএম ঘাট স্কুল দেখিয়ে দিয়েছে—পরিশ্রম করলে সাফল্য ধরা দেয়। এই স্কুল আমাদের এলাকার মুখ উজ্জ্বল করেছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এই ফলাফলকে উল্লেখ করে বলেন, ‘জলেয়ারমার ঘাট উচ্চ বিদ্যালয়ের সাফল্য আমাদের প্রত্যাশাকেও ছুঁয়ে গেছে। এটি প্রমাণ করে, ভালো নেতৃত্ব, দক্ষ শিক্ষক, এবং ছাত্রছাত্রীদের নিষ্ঠাই পারে একটি প্রতিষ্ঠানের মান তুলে ধরতে।’

বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের পাশের হার ছিল প্রায় শতভাগ, যার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। শিক্ষক-শিক্ষিকা এবং পরিচালনা কমিটি একত্রে দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়নে কাজ করে আসছেন। ফলাফল প্রাপ্তির পর বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা একত্রিত হয়ে আনন্দ উদযাপন করেন।

कोई टिप्पणी नहीं मिली