close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জলবায়ূর ক্ষয়-ক্ষতি নিরসনে স্থানীয় বাজেটে অর্ন্তভুক্তকরণ বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
২১ এপ্রিল সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো এবং বাংলাদেশ এর সহযোগিতায় যুব-নেতৃত্বে স্থানীয় বাজেটে জলবায়ূ অভিযোজন, প্রশমন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরীতে বর..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: যুব-নেতৃত্বে জলবায়ূর ক্ষয়-ক্ষতি নিরসনে স্থানীয় বাজেটে অর্ন্তভুক্তকরণ বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল '২৫) সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাংলাদেশ এর সহযোগিতায় যুব-নেতৃত্বে স্থানীয় বাজেটে জলবায়ূ অভিযোজন, প্রশমন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরীতে বরাদ্দে শিরোনাম অর্ন্তভুক্ত করার বিষয়ে সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভায় সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কে এম মিজানুর রহমান, মেডিকেল অফিসার রাহুল দেব রায়, ফিংড়ি ইউনিয়ন পরিষদ মো: লুৎফর রহমান, ব্রক্ষরাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হুদা, সহ ইউনিয়ন প্রশাসসিনক কর্মকর্তা, ইউপি সদস্য, সাংবাদিক, অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ, যুব নেতৃত্ববৃন্দ সহ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।

উক্ত এডভোকেসিতে স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাসে। প্রকল্পের কার্যক্রম, প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচির প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান। বক্তব্য রাখেন যুব সদস্য কর্ন বিশ্বাস কেডি, বিল্পব হোসাইন ও মাসুদ রানা। এডভোকেসির উদ্দেশ্য ছিল জলবায়ূর ক্ষয়-ক্ষতি নিরসনে স্থানীয় বাজেটে অর্ন্তভুক্তকরণ। স্থানীয় বাজেটে জলবায়ূ অভিযোজন, প্রশমন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরীতে বরাদ্দ রাখা। সরকারী সেবামুলক প্রতিষ্ঠানের মাধ্যমে যুবদের দক্ষতা উন্নয়ন করা।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন আগামী অর্থবছরে বাজেটে যুবদের চাহিদা অনুযায়ী বরাদ্দ রাখা হবে বিশেষ করে জলবায়ূ পরিবর্তনের  উপর বেশি প্রাধান্য দেওয়া হবে। সকলের উপস্থিতিতে এ ধরণের যুগোপযোগি প্রোগ্রাম করলে সকলের দায়িত্ববোধ কাজ করবে তিনি বলেন যুবদের ইউনিয়নের অন্যান্য কমিটিতে অর্ন্তভূক্তি করার সম্মতি প্রদান করেন। যুব সদস্যরা ইউনিয়ন ও ওয়ার্ড  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে অর্ন্তভূক্ত হওয়ার প্রস্তাব করেন যা আগামীতে অর্ন্তভূক্তির জন্য আশ^াস প্রদান করেন। উপস্থিত ছিলেন ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ সুপ্তি দাশ চৈতী, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ইয়ূথ ফেলো শাওন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালচনায় ছিলেন এক্টিভিস্টা শ্রেয়া গ্লোরিয়া।

No se encontraron comentarios