close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জকসু নির্বাচন: 'অদম্য জবিয়ান ঐক্য' থেকে নূর মোহাম্মদের নির্বাচনী ইমেইল ক্যাম্পেইন শুরু..

Imtiaz Uddin avatar   
Imtiaz Uddin
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ‘অদম্য জবিয়ান ঐক্য’ (শিবির সমর্থিত) প্যানেল থেকে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদপ্রার্থী ও জবির ফিন্যান্স বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নূর ম..

জকসু নির্বাচন: 'অদম্য জবিয়ান ঐক্য' থেকে নূর মোহাম্মদের নির্বাচনী ইমেইল ক্যাম্পেইন শুরু

 জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ‘অদম্য জবিয়ান ঐক্য’ (শিবির সমর্থিত) প্যানেল থেকে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদপ্রার্থী ও জবির ফিন্যান্স বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নূর মোহাম্মদ তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ইনকিলাব মঞ্চ, জবি-র আহ্বায়ক নূর মোহাম্মদ এক ইমেইল ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তাঁর লক্ষ্য ও অঙ্গীকারসমূহ তুলে ধরেন। 

নির্বাচনী ইশতেহারে নূর মোহাম্মদ একটি সুস্থ, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচিত হলে শিক্ষার্থীদের কল্যাণে তাঁর প্রধান অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে: 

  আধুনিক চিকিৎসা সেবা: বিশ্ববিদ্যালয়ে আধুনিক ও নির্ভরযোগ্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা ও চিকিৎসক সুবিধা প্রদান। 

  খাদ্য ও পরিবেশ: ক্যাফেটেরিয়া ও সংলগ্ন এলাকায় স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং খাদ্যের মান উন্নয়ন। একইসাথে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। 

সাপোর্ট সার্ভিস: ক্যাম্পাসে ডে-কেয়ার সেন্টার স্থাপন এবং প্রয়োজনীয় ক্যাম্পাস সাপোর্ট সেবা চালু করা। 

শিক্ষার্থীদের উদ্দেশে নূর মোহাম্মদ বলেন, “একটি সুস্থ ও মানবিক ক্যাম্পাস গড়া আমাদের সম্মিলিত দায়িত্ব। পরিবর্তনের পক্ষে থেকে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।” 

উল্লেখ্য, আসন্ন এই নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নূর মোহাম্মদের ব্যালট নম্বর G4। অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও পরিবেশগত উন্নয়নই তাদের মূল লক্ষ্য।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator