তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও দলের অভ্যন্তরীণ ঐক্য জোরদারের অংশ হিসেবে জয়পুরহাটের কালাইয়ে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১অক্টোবর) সকালে কালাই পৌর শহরের পুলিশ প্লাজার সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় শোভাযাত্রায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলে কাদের সোহেল।
শোভাযাত্রায় কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। রাস্তাজুড়ে ছিল দলের পতাকা, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর পরিবেশ।
সমাবেশে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অভ্যন্তরীণ বিভেদ ভুলে সবাইকে একই পতাকার নিচে আন্দোলনে অংশ নিতে হবে।”
বক্তারা আরও বলেন, দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তৃণমূল পর্যায়ে ঐক্যের কোনো বিকল্প নেই।