close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জিম্বাবুয়ে'কে হারিয়ে সিরিজ জয় সাউথ আফ্রিকার

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
বুলাওয়ায়োতে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ইনিংস ও ২৩৬ রানের ব্যবধানে হারিয়ে ২-০ তে সিরিজ জিতলো সাউথ আফ্রিকা..

সাউথ আফ্রিকার প্রথম ইনিংসেই মনে হচ্ছিলো এই ম্যাচ হয়তোবা হাতছাড়া করতে যাচ্ছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ২০০ রানের নিচে গুটিয়ে যাওয়ার পর ফলো অনে পরে জিম্বাবুয়ে। এরপর আর ইনিংস হার থেকে রেহাই পাইনি স্বাগতিকরা। 

এই ম্যাচ জয়ের মাধ্যমে টেস্টে টানা ১০ জয়ের রেকর্ড গড়েছে। টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে সাউথ আফ্রিকা এইবার ই প্রথম টানা ১০ জয়ের রেকর্ড গড়েছে। এছাড়া টানা ৯ জয়ের রেকর্ড ও ছিলো তাদের। ২০০২ সালের মার্চ থেকে ২০০৩ সালের মে পর্যন্ত টেস্টে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছিলো আফ্রিকা। এইবার তারা নিজেদের রেকর্ড নিজেরাই পেছনে ফেললো। 

সিরিজের প্রথম টেস্টে টেম্বা বাভুমার পরিবর্তে নেতৃত্ব পায় কেশভ মাহারাজ। সেই ম্যাচ সাউথ আফ্রিকা জয় লাভ করে ৩২৮ রানে। ইঞ্জুরির কারণে ২য় টেস্ট ম্যাচ থেকে ছিটকে যায় মাহারাজ। যার ফলে অধিনায়কের দায়িত্ব পায় উইয়ান মুল্ডার। অধিনায়কত্ব পেয়েই ৩৬৭* রানের ইনিংস খেলেন মুল্ডার। 

তিনি ব্রায়ান লারার বিশ্বরের্কড ৪০০* রানের খুব কাছে গিয়েও ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে। পরবর্তীতে তিনি নিজেই জানান, তার সম্মানেই তিনি এই কাজ করেছেন৷ ১ম ইনিংসে ৬২৬ রানের পর জিম্বাবুয়ে প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৭০ রানে। তেমনি ২য় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড় তারা। 

জিম্বাবুয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন ১ উইকেটে ৫১ রান নিয়ে। শেষ পর্যন্ত তারা ২২০ রানে থামে। দলটির হয়ে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস  লজে;এ নিক ওয়েলচের। আর ৪৯ রান করেন অধিনায়ক ক্রেইগ আরভিন। ৪০ রান এসেছে আরেক ব্যাটার তাকুদাওয়ানাশে কাইতানোর ব্যাট থেকে।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ইনিংসে ধস নামিয়েছেন কর্বিন বশ ও সেনুরান মুত্তুস্বামী। দুজনে মিলেই নেন ৭ উইকেট। এর মধ্যে বশ পেয়েছেন ৪ উইকেট, মুত্তুস্বামীর ঝুলিতে যায় ৩ উইকেট। দুটি উইকেট পেয়েছেন ইথান ইউসুফ। আর একটি উইকেট পান অধিনায়ক মুল্ডার নিজেই।

ট্রিপল সেঞ্চুরির সঙ্গে দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মুল্ডার। আর সিরিজ জুড়ে ৭ উইকেট ও ৫৩১ রান তুলে সিরিজ সেরার পুরষ্কারও উঠে তার হাতে উঠে।

没有找到评论