জিএসএলের উদ্বোধনী ম্যাচে সাকিবের ঝলক, বিপর্যয়ে দুবাই ক্যাপিটালস..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) এবারের আসর শুরু হয়েছে আজ। উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছে দুবাই ক্যাপিটালস..

সাকিব আল হাসানের দল টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে। শুরুটা ভালো হলেও একপ্রান্তে নিয়মিত উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি।

দুবাই ক্যাপিটালসের ইনিংসে একমাত্র স্থিরতা এনে দেন আফগান ওপেনার সেদিকউল্লাহ অটল। ২৫ বলে ৪১ রানের কার্যকরী ইনিংস খেললেও তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।

এই অবস্থায় হাল ধরেন সাকিব আল হাসান। নিজের খেলা প্রথম বলেই চার মেরে আক্রমণাত্মক শুরু করেন তিনি। পরপর দুই ওভারে ব্লেইর টিকনার ও আঙ্গুস শ’কে বাউন্ডারি ও ছক্কায় সাজিয়ে এগিয়ে নিয়ে যান ইনিংস। মাঝে একটি জীবন পেলেও তা ভালোভাবেই কাজে লাগান বাংলাদেশি অলরাউন্ডার।

ধীরস্থির কিন্তু কার্যকর ব্যাটিংয়ে ৩৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। এরপর ম্যাথু ফোর্ডকে চার মেরে ৩৭ বলে অপরাজিত ৫৮ রানে পৌঁছে যান তিনি। একপ্রান্তে উইকেট পতনের মধ্যেও দৃঢ়তা দেখিয়ে দলকে সম্মানজনক সংগ্রহের পথে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

לא נמצאו הערות