এসময় রাতে সড়কে চলাচলরত যানবাহন থামিয়ে বৈধ কাগজ পত্র যাচাই-বাছাই ও যানবাহন তল্লাশি করা হয়।
ঢাকা গামী একটি বালুবাহী ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয় ট্রাকচালক আব্দুস সামাদের বিরুদ্ধে।
ঝিনাইগাতী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহাব ট্রাক চালকের বিরুদ্ধে অভিযোগে এনে সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করেন।
তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ঝিনাইগাতী থানা পুলিশ অংশগ্রহণ করেন।