ঝিনাইগাতীতে গভীর রাতে সড়কে যৌথ বাহিনীর অভিযান

Nazmul Mia avatar   
Nazmul Mia
আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে শেরপুরের ঝিনাইগাতির সড়কে রাতভর তল্লাশি কার্যক্রম চেকপোস্ট পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
২৩ শে এপ্রিল রাত ১২ টা থেকে রাত ৩ পর্যন্ত
এ কার্যক্রম পরিচালনা করা হয়..

এসময় রাতে সড়কে চলাচলরত যানবাহন থামিয়ে বৈধ কাগজ পত্র যাচাই-বাছাই ও যানবাহন তল্লাশি করা হয়।

ঢাকা গামী একটি বালুবাহী ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয় ট্রাকচালক আব্দুস সামাদের বিরুদ্ধে।

ঝিনাইগাতী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহাব ট্রাক চালকের বিরুদ্ধে অভিযোগে এনে সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করেন।
তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ঝিনাইগাতী থানা পুলিশ অংশগ্রহণ করেন।

कोई टिप्पणी नहीं मिली