ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে বর্ষার আগমনে জেলার খাল-বিল, নদী-নালা পানিতে পূর্ণ হয়ে উঠেছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার নিচু এলাকা, মাঠ-ঘাট এবং প্রাকৃতিক জলাধারগুলো পানিতে ভরে গেছে। এতে প্রাণ ফিরে পেয়েছে গ্রামীণ জনপদের জলজ পরিবেশ।
স্থানীয় কৃষকরা জানান, বর্ষার পানি জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ করে আমন ধানের আবাদ শুরু করার জন্য এ পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি জমে থাকায় ইতোমধ্যে অনেক কৃষক বীজতলা তৈরি করে ফেলেছেন।
অন্যদিকে, জেলেরা বলছেন, পানিতে মাছের প্রাচুর্য বাড়ায় তাদের আয়-রোজগারের সুযোগও তৈরি হয়েছে। ইতোমধ্যে অনেকেই দেশীয় প্রজাতির মাছ ধরতে শুরু করেছেন।
তবে, পানি বেড়ে যাওয়ায় কিছু নিচু এলাকায় বসবাসরত মানুষের দুর্ভোগও দেখা দিয়েছে। কিছু এলাকায় বাড়িঘরে পানি ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জেলার নদ-নদী ও খাল-বিলের পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে। তবে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি পরিবর্তন হতে পারে।
প্রাকৃতিক এ পানি সরবরাহ পরিবেশ ও কৃষির জন্য আশীর্বাদ হলেও, যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকলে তা পরবর্তীতে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা।