close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘন্টা কর্মবিরতি পালন।..

Borhan Kabir avatar   
Borhan Kabir
****

 ঝিনাইদহ প্রতিনিধি: বোরহান কবির

(আজ ৫ই মে ২০২৫) কর্মচারিদের দাবি, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা।অধীনস্থ জুডিশিয়াল ও ট্রাইবুনাল কর্মকর্তা কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস স্কেলে বেতন ভাতা প্রদান করা। 

বিদ্যামান সার্ভিস বেতন স্কেল ৭ ম- ১২ তম পদে গ্রেডে পদোন্নতি করা। এবং ব্লকপদ বিলুপ্তকরে জুগ উপযোগী সৃজনশীল ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি করা। এই দিবিতে ২ ঘন্টা কর্মবিরতি  পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন  ঝিনাইদহ জেলা শাখা।সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মা বিরতি পালন করেন।

এই সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় নেতা সাধারণ সম্পাদক আসাফুদৌল্লা মাসুদ,সভাপতি আমাদ উদ্দিন, সাইফুল ইসলাম নান্নু সিজেএম আদালতের নাজির হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

نظری یافت نشد


News Card Generator