০১/০৬/২০২৫ বিকালে ঝিনাইদহ শহরে স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলী জোন প্রাঙ্গণে - ঝিনাইদহ জেলার সবচেয়ে জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরু থেকে বক্তৃতার পর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোট ৯ জন এবং একটি তরুণ সেচ্ছাসেবী সংগঠন কে মানবিক ও সামাজিক কাজের জন্য এবারের সন্মানোনা স্মারক প্রদান করা হয়েছে। এছাড়া এই প্রথম বার চালু হওয়া হেব্বি গ্রুপ ফাউন্ডেশন ইভেন্টে একটিভ ভলেন্টিয়ার হিসেবে মোট ৬ জন " স্টার ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের আগামী তিন বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়। এরপর অনুষ্ঠানে ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে ৪টি মজাদার সুস্বাদু কেক কাটা হয় অনুষ্ঠানে উপস্থিত কোমলমতি শিশুদের নিয়ে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - প্রফেসর সুষেন্দ্র কুমার ভৌমিক সাবেক অধ্যক্ষ সরাসরি নুরুন্নাহার মহিলা কলেজ ঝিনাইদহ, ইসহাক আলী পরিচালক ল্যাবটেরী স্কুল ও সন্মানিত উপদেষ্টা হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, শাহিনুর রহমান লিটন পরিচালক মর্নিং বেল স্কুল ও সন্মানিত উপদেষ্টা হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, গাউস গোর্কি আহবায়ক সামাজিক ঐক্য জোট ঝিনাইদহ ও সন্মানিত উপদেষ্টা হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, নজরুল ইসলাম সহ-সভাপতি ঝিনাইদহ পরিবেশ সমিতি ও সন্মানিত উপদেষ্টা হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, মাজেদ রহমান আবৃত্তিকার, আবুল কালাম আজাদ চেয়ারম্যান ৪নং দৌলতপুর ইউনিয়ন হরিনাকুন্ডু ও সন্মানিত উপদেষ্টা হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, আরেফিন অনু পরিচালক চারুগৃহ, নাসিমা হাসান আপ্যয়ন বিষয়ক সম্পাদক হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, মালেকা হেনা মায়া নারী বিষয়ক সম্পাদক হেব্বি গ্রুপ ফাউন্ডেশ, সুরভী ইসলাম নির্বাহী সদস্য হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, মাহুফুজুর রহমান বিপ্লব পরিচালক সেভ সুইমিং একাডেমি ঝিনাইদহ, আনোয়ার ফিরোজ মাসুম সন্মানিত উপদেষ্টা হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, রুবেল পারভেজ সভাপতি মানাপ ঝিনাইদহ, তারেক মাহমুদ জয় মানবতার ফেরিওয়ালা, মুহিব জোয়ার্দার সভাপতি রাইজিং ইয়ুথ সোসাইটি, সাজিদ মাহমুদ সভাপতি প্রগতি সেচ্ছাসেবী সংগঠন, রেল আব্দুল্লাহ সভাপতি রেল লাইন চাই আন্দলোন বাস্তবায়ন পরিষদ, আশিক বিশ্বাস সাংগঠনিক সম্পাদক হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এছাড়া আমন্ত্রিত সেচ্ছাসেবী সংগঠন ও হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের অনান্য সেচ্ছাসেবী সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জাহান লিমন যুগ্ম সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন, প্রতিভা অন্বেষন বিষয়ক সম্পাদক স্নিগ্ধা তাসনিম, তাহমিনা তুলি সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়কসহ সম্পাদক এবং সভাপতিত্ব করেন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর সভাপতি মাহমুদ আল হাসান সাগর।
ঝিনাইদহ জেলার সবচেয়ে জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,,,,,..
نظری یافت نشد



















