ঝালকাঠিতে গাছের সাথে ধাক্কায় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান নি*হত হয়েছেন। আজ ২৬.০৪.২০২৫ শনিবার সন্ধ্যা ৬টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির ঢাপড় নামক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। তিনি বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের আ: রশিদ হাওলাদারের পুত্র। মৃ*ত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭বছর। ব্যক্তিগত জীবনে তিনি ২সন্তানের জনক এবং তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকৌশলী সাইদ অফিসিয়াল কাজ শেষে? মোটর সাইকেল চালিয়ে বরিশালে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ছিটকে পড়ে মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হন। ঘটনাস্থলেই তিনি নি*হত হন। নলছিটি থানা পুলিশ মৃ*তদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার। নলছিটি থানার ওসি আ: সালাম জানান, মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুল রহমান নি*হত হয়েছে। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মৃ*তদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ঝালকাঠিতে গাছের সাথে ধাক্কায় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান নি*হত হয়েছেন।..


Không có bình luận nào được tìm thấy