close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঝালকাঠির কাঁঠালিয়াতে স্কুলশিক্ষক এর আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় নিন্দার ঝড়..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় কাঠালিয়া।

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের,সহকারী শিক্ষক, হামেদ বাদশা হিরো তার আপত্তিকর ভিডিও ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। 

 

ব্যাপক ভাবে একটি ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টেলিগ্রামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 

 জানা যায়  যে ছাত্রীদেরকে হেনস্তার অভিযোগ তদন্তের জন্য  একজন ছাত্র ছাত্রী সেজে কথা বলে।

 

 একপর্যায়ে সে ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে  , তার ঐ ছাত্রীর সাথে কথা বলে, এই দৃশ্য ওই ছাত্র রেকডিং  করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয়

 

তার বাড়ি ঘোষেরহাট আনন্দবাজার, 
সে আওয়ামী লীগের সময়, বিভিন্ন মেয়েদেরকে উত্তক্ত করে এভাবে হয়রানি করতো, এবং পুলিশের দালালি করত।

 

আর ঐ শিক্ষকের সাথে কথা বললে জানান এটি সম্পূর্ণ ষড়যন্ত্রের মূলকভাবে তাকে হেয় করার জন্য এআই থেকে তৈরি করা হয়েছে।

No comments found