ঝালকাঠি সদর উপজেলাধীন কীর্তিপাশা ইউনিয়নের ভিমরুলী পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারার বাজার ভ্রমন পিপাসুদের জন্য অত্যন্ত সমাদৃত একটি স্থান। এ স্থানটিতে প্রতিদিন দেশী/বিদেশী অসংখ্য পর্যটক ভ্রমনে আসেন। এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য্য, বাগানের স্বাভাবিক পরিবেশের ইকোলজিক্যাল ব্যালেন্স এবং স্থানীয় জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে নিম্নোক্ত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য বলা হলো:
নির্দেশনাবলী:
০১. পেয়ারা বাগান পরিভ্রমণকালে পর্যটকগণ ডিজে সিস্টেম, লাউড স্পীকার এবং হাই-ভলিউমের সাউন্ড সিস্টেম ব্যবহার করে থাকে যা স্থানীয় জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা এবং বন্যপ্রাণীর নিরাপদ আবাসনের জন্য হুমকি স্বরূপ। তাই উচ্চ শব্দ ব্যবহার করে কোন ধরনের সাউন্ড সিস্টেম পর্যটন এলাকায় ভ্রমনের সময় ব্যবহার করা বা বাজানো যাবেনা।
০২. ইঞ্জিনচালিত বড় ট্রলার নিয়ে ভ্রমণ পিপাসুরা ভাসমান পেয়ারা বাজারে প্রবেশ করে যা পেয়ারা বাগানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করে এবং বাগানের ইকোসিস্টেমে থাকা অন্যান্য জলজ এবং স্থলজ প্রাণীদের জন্য ক্ষতিকর পরিবেশ তৈরি করে। তাই ইঞ্জিনচালিত বড় ট্রলার বাগানে প্রবেশ করতে পারবেনা।
০৩. পর্যটকগণকে ছোট ও মাঝারি সাইজের ইঞ্জিনবিহীন নৌযান ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো যাতে বাগানের স্বাভাবিক পরিবেশ এবং ইকোসিস্টেমের ভারসাম্য বজায় থাকে।
০৪. পর্যটকদের নিয়ে-আসা খাবারের উচ্ছিষ্টাংশ, পলিথিন, খাবারের প্যাকেট, প্লাস্টিকের বোতলসহ ক্ষতিকারক যে কোন বর্জ্য বা পদার্থ বাগানে বা পানিতে ফেলা যাবেনা। এটি পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ।
০৫. পেয়ারা বাগানে অনুপ্রবেশকারী প্রত্যেক পর্যটককে সুশৃঙ্খল পরিবেশ ও শালীনতা বজায় রেখে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সকল বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাবোধ রেখে বাগানে ভ্রমণের জন্য বলা হলো।
০৬. উপরোল্লিখিত সকল নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসুন সবাই মিলে ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগানের পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব রাখি। এ বাগান আমাদের সম্পদ। এ সম্পদ রক্ষায় আসুন সবাই সচেতন হই। পর্যটন এলাকার সুন্দর ও নান্দনিক পরিবেশ বজায় রাখা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য সকলের সচেতনতা ও সহযোগিতা একান্ত কাম্য।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
ফারহানা ইয়াসমিন
উপজেলা নির্বাহী অফিসার
ঝালকাঠি সদর, ঝালকাঠি