close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঝালকাঠি সহ পনের জেলায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাস এর সম্ভবনা।

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
****

ঝালকাঠিতে নদীর পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন এলাকার ফসলি জমি, নিচু ঘরের ভিটি তলিয়ে যেতে শুরু করেছে। সবাই নিরাপদ স্থানে এবং সাবধানে থাকুন।

এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানা যায় উত্তর বঙ্গোপসাগর তৎসকলন্দ এলাকায় অবস্থানরত লগু  চাপটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও গনিভূত হয় লঘুচাপটি নিন্মচাপে পরিনত হয়েছে। এতে বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরের উপর সমূহ দিয়ে জড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভবনা আছে। 

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা পায়রা বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত জানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও খুলনা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি সহ মোট ১৫ টি উপকূলীয় জেলায় ১-৩ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Ingen kommentarer fundet