close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জেলা গোয়েন্দা শাখা, পাবনা’র অভিযানে ৪০০০(চারহাজার) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ‍দুইজন মাদক ব্যবসায়ী  গ্রেফতার ..

Mirza Mizanur Rahman Mizan avatar   
Mirza Mizanur Rahman Mizan
জেলা গোয়েন্দা শাখা, পাবনা’র অভিযানে ৪০০০(চারহাজার) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ‍দুইজন মাদক ব্যবসায়ী  গ্রেফতার ..

জেলা গোয়েন্দা শাখা, পাবনা’র অভিযানে ৪০০০(চারহাজার) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ‍দুইজন মাদক ব্যবসায়ী  গ্রেফতার 

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় আজ ১৭ জুন ২০২৫ খ্রিঃ, বিকাল ১৮.০০ ঘটিকায়, ডিবির অফিসার ইনচার্জ  মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) বেনু রায়, পিপিএম এবং এসআই (নিঃ) অসিত কুমার বসাক ও সঙ্গীয় ফোর্স সহ পাবনা জেলার সাঁথিয়া থানাধীন পাটগাড়ী বাসষ্ট্যান্ডে সফল অভিযান পরিচালনা করেন।
অভিযানে কক্সবাজার হতে ছেড়ে আসা পাবনা গামী শ্যামলী বাস পাটগাড়ী বাস টার্মিনালে থামিয়ে বাসে থাকা দুই জনকে ৪,০০০(চারহাজার) পিচ ইয়াবা ট্যাবলেট সহ নিম্নোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করা হয়:
মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুল ওয়াহিদ (২৩), পিতা-মোঃ সাইফুল ইসলাম, মাতা-চম্পা বেগম, সাং-পূর্ব ছিনমানের পাড়া, থানা- সাঘাটা, জেলা-গাইবান্ধা, ২। মোঃ রিপন শেখ (৩৫), পিতা-মোঃ হাবিবুর রহমান, মাতা-মোছাঃ আলেয়া, স্ত্রী-মোছাঃ সুমি আক্তার, সাং-আহম্মদপুর মধ্যপাড়া, থানা-আমিনপুর, জেলা-পাবনা
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সাঁথিয়া  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

“মাদক নয়, জীবন হোক আলোর পথে”
— জেলা গোয়েন্দা শাখা, পাবনা

Hiçbir yorum bulunamadı