জবি শিক্ষার্থীদের লং মার্চ আহত ৬ শিক্ষার্থীর খোঁজ খবর নিতে হাসপাতালে উপাচার্য..

Mahamud Mithu avatar   
Mahamud Mithu
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থীদের লং মার্চে আহত ৬ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে, উপাচার্য সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে পৌঁছেছেন।..

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চ টু যমুনা কর্মসূচিতে আহত শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ঢাকা ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট হাসপাতালে যান। জানা যায়, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট হাসপাতালে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা পোস্টের সাংবাদিক মাহতাব হোসেন লিমন, বাংলা ট্রিবিউনের সাংবাদিক সুবর্ণ আস-সাইফ, দৈনিক সংবাদের সাংবাদিক মেহেদী হাসানসহ ছয়জন চিকিৎসাধীন আছেন। তবে জবি শাখা শিবিরের পক্ষ থেকে সুবর্ণ এবং মেহেদীকে উন্নত চিকিৎসার জন্য উন্নত হাসপাতালে শিফট করার প্রক্রিয়া চলমান রয়েছে। আহত শিক্ষার্থী ও সাংবাদিক মাহতাব লিমন বলেন, টিয়ারশেলের তীব্র গ্যাসে আমার লাঞ্চে ইনফেকশন হয়েছে। মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে। এসময় অক্সিজেন সাপ্লাই নিতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের খোঁজ নিয়েছেন। এ বিষয়ে উপাচার্য বলেন, আমাদের কয়েকজন আহত  শিক্ষার্থী এখনও হাসপাতালে ভর্তি আছে। তাদের চিকিৎসা চলছে। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছি। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. রিফাত হোসেন এবং শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ বেলাল হোসাইন।

No comments found


News Card Generator