সত্যজিৎ দাস:
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে শেখ সুমন আহমেদকে সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় শেখ সুমন আহমেদ দলীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি এবং ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার ও ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’-এর সিলেট বিভাগীয় সমন্বয়ক জাকির হোসেন উজ্জ্বলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন;জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল আহমেদ তোয়েল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ মনোনয়ন সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন দলের কেন্দ্রীয় সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ। চিঠিতে জানানো হয়,শেখ সুমন আহমেদ দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেখ সুমন আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।