জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুব সংগঠন জাতীয় যুবশক্তির কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।..

Md Rafiqul Islam avatar   
Md Rafiqul Islam
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুব সংগঠন জাতীয় যুবশক্তির কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।..

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুব সংগঠন জাতীয় যুবশক্তির কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলার যুবশক্তির আহ্বায়ক এম রশিদ আলী ও সদস্য সচিব তারিকুজ্জামানের সক্ষারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়েছে এতে আরিফ মিয়াকে আহবায়ক, মোঃরফিকুল ইসলাম কে সিনিয়র যুগ্ন আহ্বায়ক, আব্দুল হাই সিদ্দিকী কে সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ নফিকুল ইসলাম এবং সাইফুর রহমানকে মুখ্য সংগঠক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

কুড়িগ্রাম জেলার আহ্বায়ক এম. রশিদ আলী বলেন, আমরা এই তরুণ প্রজন্মেকে নিয়ে স্বচ্ছ এবং সততার সহিত রাজনীতির মাধ্যমে সমাজের আবর্জনা পরিষ্কার করতে চাই।সমাজের মধ্যে বৈষম্য থাকবে না, মাদক মুক্ত সমাজ,ঘুষ দুর্নীতি থাকবে না  আইনের শাসন  আইন সবার জন্য সমান। ধনী-দরিদ্র, ক্ষমতাধর বা সাধারণ নাগরিক—কেউই আইনের ঊর্ধ্বে নয়। স্বচ্ছতা  সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং আর্থিক লেনদেন জনগণের কাছে উন্মুক্ত থাকবে। জবাবদিহিতা  প্রতিটি কাজের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান জনগণের কাছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। মেধার মূল্যায়ন নিয়োগ, পদোন্নতি এবং সুযোগ-সুবিধার ক্ষেত্রে স্বজনপ্রীতি বা ঘুষের পরিবর্তে যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দেওয়া হবে।শক্তিশালী প্রতিষ্ঠান বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো স্বাধীনভাবে এবং প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে  নৈতিক মূল্যবোধ সমাজের মানুষের মধ্যে সততা, নৈতিকতা এবং দেশপ্রেমের প্রবল উপস্থিতি থাকতে হবে। যাতে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর একটি সমাজ দেশ  উপহার দিতে পারি।

没有找到评论


News Card Generator