close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জাতীয় সংসদ নির্বাচন দ্রুত করার দাবীতে মিরসরাইয়ে বিএনপির সমাবেশ..

M.A Hossain avatar   
M.A Hossain
****

আগামী জাতীয় সংসদ নির্বাচন দ্রুত করার দাবীতে মিরসরাইয়ে বিএনপির একাংশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বারইয়ারহাট পৌরসভা, মিরসরাই পৌরসভা ও মিরসরাই উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, তত্বাবধায়ক সরকার ঘোষিত সময়ে নির্বাচন করার আহবান জানাচ্ছি। যারা ঘোষিত সময়ে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকে আমরা বলবো আপনারা রাজনীতি করেন কিসের জন্য। একটি রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য ক্ষমতায় যাওয়া, নির্বাচন করা; নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। হালুয়ারুটির ভাগ রক্ষা করার জন্য আপনারা নির্বাচন বিলম্বিত করছেন। নির্বাচন যথাসময়ে হলে আপনাদের হালুয়ারুটির ভাগ বন্ধ হয়ে যাবে।’

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহি উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা মেজবাউল হক মানিক, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক কামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দী, বিএনপি নেতা মোশাররফ হোসেন লাভলু চৌধুরী, নুরুল আলম মেম্বার, মাজহারুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম, আজিজুল হক, ইমাম হোসেন বাবলু, এয়াছিন মিজান, গোলাম জাকারিয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্ল্যাহ আল নোমান, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, ছাত্রদল নেতা নাঈম সরকার।

کوئی تبصرہ نہیں ملا