সাংবাদিকদের হামলা-হুমকির প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা কমিটির র্যালি ও মানববন্ধন
গৌরব সাহা, রিপোর্টার | নরসিংদী আলো
বাংলাদেশের অন্যান্য জেলার মতো কুষ্টিয়াতেও সাংবাদিকদের উপর হামলা ও হুমকির প্রতিবাদে র্যালি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা কমিটি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এন এস রোডে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মুকুল খসরু এবং সার্বিক আয়োজনে ছিলেন সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদার।
বক্তারা বলেন, “সাংবাদিকরা যখন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সমাজের অনিয়ম, দুর্নীতি এবং অপরাধ চিত্র তুলে ধরেন, তখনই তারা হামলা ও হয়রানির শিকার হন। এমনকি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দেওয়া হয়। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তারা আরও বলেন, “সাংবাদিকদের কলম কখনও কোনো অপশক্তি দিয়ে থামানো যাবে না। আমরা চাই, অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং দোষীদের বিচারের আওতায় আনা হোক।”
জাতীয় সাংবাদিক সংস্থার এই প্রতিবাদ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।