close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবসে তেজদাসকাঠী কলেজে আলোচনা সভা..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে পিরোজপুরের তেজদাসকাঠী কলেজে..

আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) সকালে কলেজ অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

‎আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের পৌরনীতি বিভাগের সিনিয়র প্রভাষক শিউলি খানম, রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক সুদেব কুমারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, নজরুল আমাদের সাহসী করে তোলে। তাঁর কবিতাই আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দেয়।

‎অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, নজরুল কেবল বিদ্রোহী কবিই নন, তিনি ছিলেন সাম্য, মানবতা ও ভালোবাসার কবি। তাঁর রচনাগুলো আজও আমাদেরকে স্বাধীনতা, ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। তরুণ প্রজন্মকে নজরুলের সাহিত্য থেকে শক্তি ও অনুপ্রেরণা নিতে হবে। কারণ নজরুলের কবিতা ও গান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং অসাম্প্রদায়িক চেতনার পক্ষে শক্ত ভিত্তি গড়ে তোলে।

کوئی تبصرہ نہیں ملا