মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরের তন্ময় তাহের রুবেলকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুব শক্তি’র কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৭ মে শুক্রবার এড. আরিফুল ইসলামকে আহবান এবং ডা: জাহেদুল ইসলামকে সদস্য সচিব করে ১৩৪ সদস্য বিশিষ্ট "জাতীয় যুব শক্তি" গঠন করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
তন্ময় তাহের রুবেল ছাত্র রাজনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্র রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা। এ আন্দোলনে অংশগ্রহণকালে তিনি আহত হন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থানায় দায়ের হওয়া দুইটি মামলায় আসামিও হন।
দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় তন্ময় তাহের রুবেল তার নিষ্ঠা, সাহসিকতা ও নেতৃত্বগুণের মাধ্যমে তরুণ সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ‘জাতীয় যুবশক্তি’র মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্টজনেরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।