close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত হতে পারে আরো একজন!

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক পদ থেকে সড়ে দাঁড়ান হান্নান সরকার। পরবর্তীতে আর কোনো নির্বাচক নতুন করে যোগ করা হয়নি।..

গত ৫ মাস ধরে আব্দুর রাজ্জাক ও গাজি আশরাফ লিপু'ই নির্বাচকের দায়িত্ব পালন করছে। সেখানে এইবার নতুন একজন কে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। নতুন করে বিসিবি আরও এক নির্বাচককে নিয়োগ দিতে চায় বলে আগেই জানা যায়। গতকাল বিসিবির সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন নতুন নির্বাচক নিয়োগের ব্যাপারে। তবে, কে হতে পারে নতুন নির্বাচক। 

গতকাল প্রেস কনফারেন্সে বুলবুল বলেন, ‘আমাদের এখানে তিনজন জাতীয় দলের জন্য সিলেক্টর ছিল। একজন চলে গেছে, এখন দুইজন আছে। আমরা সেখানে কীভাবে আরেকজন যুক্ত করতে পারি (আলোচনা হয়েছে)। দুজনের ক্ষেত্রে দায়িত্বটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। নীতিগত সিদ্ধান্তে বেশ কিছু নাম এসেছে, সেই আলোচনা এখনও চলছে, কোনো কিছু ফাইনাল হয়নি।’

বিশেষ সূত্রে জানা যায়, ইতিমধ্যে নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। সবকিছু ঠিকঠাক থাকলে শিপন ই হতে পারে পুরুষ জাতীয় দলের নির্বাচক। তবে তিনি কবে অংশ নিবে বা বিসিবি তার জন্য আরো সময় অপেক্ষা করবে কিনা, সেটার উত্তর হয়তোবা সময় ই বলে দিবে।

Inga kommentarer hittades