আওয়ামী লীগের হয়ে মাগুরা-১ আসনে এমপি নির্বাচিত হওয়া সাকিব এখন হত্যামামলার আসামি। দেশে ফিরলেই গ্রেফতার হওয়ার আশঙ্কা, তাই গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর থেকে জাতীয় দলের বাইরেই রয়েছেন তিনি।
জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিয়ে চলছে গুঞ্জন, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে এখনো পরিষ্কার কোনো অবস্থান জানায়নি।
বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সাকিবের দলে ফেরা নিয়ে অফিসিয়ালি কিছু শুনিনি। বোর্ডেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি। গত দুই বছর ধরেই আমরা ক্রিকেটের বাইরের নানা আলোচনা শুনে আসছি, এটাও হয়তো সেই রকম কিছু। তবে আমি যা জানি, তা হলো—এখনো সাকিবের ফেরার বিষয়ে কিছু বলা হয়নি।’
তবে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠুর কণ্ঠে শোনা গেছে ভিন্ন সুর। তিনি বলেন, ‘সাকিব বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার। তার জন্য দরজা সবসময় খোলা। বিষয়টি এখন টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের হাতে, তারাই সিদ্ধান্ত নেবে।’ তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব এখন পুরোপুরি নির্বাচকদের ওপর। তারা বিষয়টি নজরে এনেছে এবং যথাযথভাবে দেখবে।’
জাতীয় দলের অন্যতম সেরা পারফর্মারকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক সংকট, মামলার ভয় আর দলে ফেরা নিয়ে অনিশ্চয়তার মাঝে একটাই প্রশ্ন—কবে ফিরবেন সাকিব? আদৌ ফিরবেন তো?