close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যারা পিআর পদ্ধতি নিয়ে গোঁ ধরছেন, তারা সাধারনত নির্বাচন দেখে ভয় পাচ্ছেন: দুদু..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
BNP Vice Chairman Shamsuzzaman Dudu claims those insisting on the PR voting system are essentially afraid of election results, hinting at an Islamist party.

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা পিআর পদ্ধতি নিয়ে অটল, তারা মূলত নির্বাচনের ফলাফলকে ভয় পাচ্ছেন। তিনি একটি ইসলামপন্থী দলের দিকেও ইঙ্গিত করেছেন।

চুয়াডাঙ্গায় রাজনৈতিক মতবিনিময় সভায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা পিআর (Proportional Representation) পদ্ধতি নিয়ে গোঁ ধরছেন, তারা আসলে নির্বাচনের ফলাফল নিয়ে ভীত। শনিবার (৯ আগস্ট) সকালে নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের প্রতিও ইঙ্গিত করেন।

দুদু বলেন, “যারা পিআর পদ্ধতি দাবি করছেন, তাদের ভয়ের যৌক্তিক কারণও আছে। অনেক ইসলামী দল আছে যাদের প্রার্থীরা কখনো সংসদ সদস্য হতে পারেননি। এর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন। আওয়ামী লীগের সময় তারা সব নির্বাচনে অংশ নিয়েছে এবং দলটিকে ঘনিষ্ঠ বন্ধু মনে করেছে। কিন্তু বরিশালের সাম্প্রতিক নির্বাচনে আওয়ামী লীগের হাতে পরাজিত হয়ে এবং তাদের শীর্ষ নেতা রক্তাক্ত হওয়ার পর তারা অবস্থান বদলেছে। এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”

তিনি আরও বলেন, “যদি কেউ মনে করে পিআর পদ্ধতি খুব জনপ্রিয়, তাহলে তারা এটিকে রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত করে নির্বাচনে জয়ী হোক। কারণ, এই পদ্ধতি চালুর জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বিশ্বে যেখানে যেখানে পিআর পদ্ধতি চালু হয়েছে, সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদাহরণ হিসেবে নেপালের কথা বলা যায়, যেখানে তিন বছরে অন্তত ১০ বার সরকার পতন হয়েছে। উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার জন্য একটি দেশের সরকারের স্থিতিশীলতা অপরিহার্য, যা পিআর পদ্ধতিতে নিশ্চিত নয়।”

আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে দুদু বলেন, “বর্তমানে দেশে কোনো সরকারি দল নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও যদি কোনো রাজনৈতিক দল নিজ উদ্যোগে নির্বাচনে অংশ নিতে না পারে, তবে সেটি তাদের রাজনৈতিক ব্যর্থতা। বিভিন্ন দলের বিভিন্ন দাবি থাকতে পারে, যা নির্বাচনী কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে তুলে ধরতে হবে। যদি সেই দাবি জনপ্রিয় হয়, জনগণই তাদের নির্বাচিত করবে। কিন্তু নিজেদের দাবি প্রতিষ্ঠায় অন্যের ক্ষতি করে এগিয়ে যাওয়া নৈতিকভাবে সঠিক নয়।”

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

No comments found