জামালপুরে মাদক নিয়ন্ত্রণে চেকপোস্ট বসিয়ে তল্লাশি 

Mohammad Shahin avatar   
Mohammad Shahin
মোহাম্মদ শাহিন, জামালপুর

মাদকের ভয়াল থাবা থেকে বের হয়ে আসতে জামালপুর সদর উপজেলার তিনটি পয়েন্টে তল্লাশি চালিয়ে যাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়াও পৌর শহরের টহল জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) সকাল থেকে সদর উপজেলা তিনটি পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক গাড়ী ও ব্যক্তিকে তল্লাশি করা হয়।


জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের ভয়াল ছোবল থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মো.আব্দুল হালিম রাজের তত্ত্বাবধানে  সদর উপজেলার জামতলী, কম্পুর ও আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। এসব এলাকায় গাড়ীর গতিবিধি লক্ষ্য করে সন্দেহজনক গাড়ী তল্লাশী করা হয়। এছাড়াও জামালপুর পৌর শহরের চিহ্নিত বিভিন্ন স্থানে টহল জোরদার করাসহ টহল টিম অভিযান চালিয়ে যাচ্ছেন।


এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আব্দুল হালিম রাজ বলেন, 'মাদক নিয়ন্ত্রণে আমাদের টিম কাজ করে যাচ্ছে। এ জেলার মাদক নিয়ন্ত্রণ করতে অস্থায়ীভাবে কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও মাদকের চিহ্নিত এলাকাসহ পৌর শহরে টহল জোরদার করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

 

Nenhum comentário encontrado