close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জামালগঞ্জে সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত সাতবারের ইউপি চেয়ারম্যান  বাবু করুণা সিন্ধু তালুকদার আর নেই..

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত সাতবারের ইউপি চেয়ারম্যান  বাবু করুণা সিন্ধু তালুকদার আর নেই..

 

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
ভাটি বাংলার প্রাণপুরুষ, ফেনারবাঁক ইউনিয়নের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত সাতবারের ইউপি চেয়ারম্যান ও বাবু করুণা সিন্ধু তালুকদার (৯৬) আর নেই।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে ছয়হারা গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে হাওরপাড়ে নেমে এসেছে শোকের ছায়া। মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন হাজারো মানুষ।

তিনি ৫ পুত্র, ১ কন্যা সন্তান রেখে গেছেন। তার দ্বিতীয় পুত্র কাজল চন্দ্র তালুকদার বর্তমানে ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান। বিকেল ৩টায় ছয়হারা গ্রামে তার দানকৃত শ্বশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। 

নেতার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও জামালগঞ্জ প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে।

Tidak ada komentar yang ditemukan