জামালগঞ্জ প্রতিনিধি:
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই জাগরন অনুষ্ঠান উপলক্ষে শিশু শহীদদের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রীক এ সভায় কবিতা, গান, আবৃত্তি ও চিত্রাংকন অংশ নেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম মাখনী মাহিন এর সভাপতিত্বে সহকারী শিক্ষক কামরুল হাসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার ফারজেল আহমদ, সাপ্তাহিক "জামালগঞ্জ সংবাদ" পত্রিকার সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা গাণ, কবিতা আবৃত্তি ও জুলাই স্মৃতি নিয়ে বক্তব্য রাখে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।
এছাড়াও উপজেলার ১২৬ টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে শিশু শহীদ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Hiçbir yorum bulunamadı