জামালগঞ্জে জুলাই গনঅভ্যুত্থানে বিএনপির বিজয় মিছিল

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে জুলাই গনঅভ্যুত্থানে বিএনপির বিজয় মিছিল
আব্দুস সামাদ আফিন্দী ::
 
জুলাই আন্দোলন গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে সামনে এসে সবাই মিলিত হয়। বিজয় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা"র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র  যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক,যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান। 
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার ৬ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সদস্য ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
বক্তারা বলেন ফ্যাসিবাদী শক্তির অপচেষ্টা রুখে দিতে, এবং একটি স্বাধীন গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেই লক্ষে এখন থেকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে দেশ নায়ক তারেক রহমানের ৩১দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে।


לא נמצאו הערות