close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জামালগঞ্জে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত..

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আব্দুস সামাদ আফিন্দী বিশেষ  প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ইউনিয়ন কর্মী সমাবেশ। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে দুর্লভপুর বাজারে উপজেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শফিকুর রহমান। যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক এবং ২য় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য মোহাম্মদ আলী, এমদাদুল হক আফিন্দী, অ্যাডভোকেট শাহিনুর রহমান, নূরে আলম ফরাজি, গোলাম রব্বানী আফিন্দী, এমরান হোসেন রুবেল, আলী আক্কাস মুরাদ, ইকবাল হাসান প্রমুখ।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন রুমি, সাচনা বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন পাঠান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মনজুরুল হক আফিন্দী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুন নূর আখঞ্জী, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও সাবেক ছাত্রনেতা আবুল কালামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মী সমাবেশে বক্তারা  দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

Aucun commentaire trouvé


News Card Generator